• ঢাকা
  • শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ১৮ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

"দামিয়া পাড়া প্রবাসী কল্যাণ যুব সংঘের" যাত্রা শুরু


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ০৫ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০১:৩১ পিএম;
"দামিয়া পাড়া প্রবাসী কল্যাণ যুব সংঘের" যাত্রা শুরু
"দামিয়া পাড়া প্রবাসী কল্যাণ যুব সংঘের" যাত্রা শুরু

 .

টাংগাইল জেলাধীন সখীপুর উপজেলার ঐতিহ্যবাহী ইউনিয়ন, ০৬নং"কালিয়া ইউনিয়ন"। ০৬নং কালিয়া ইউনিয়নের একটি ঐতিহাসিক গ্রাম তাঁর নাম "দামিয়া পাড়া"। সেই দামিয়া পাড়া গ্রামের একদল নির্ভীক, কর্ম চঞ্চল প্রবাসী যুবকদের দীর্ঘদিনের ইচ্ছার প্রতিফলন " দামিয়া পাড়া প্রবাসী কল্যাণ যুব সংঘ"। বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত কিছু যুবক রেমিট্যান্স যোদ্ধাদের মোটিভেট করে একত্রিত হয়ে এতমত পোষণ করে গড়ে তুলা হয় এ সংগঠন।যার মূল লক্ষ্য ও উদ্দেশ্যে হলো আর্ত মানবতার সেবায় নিজেদেরকে বিলিয়ে দেয়া। যেমন, "মানুষ মানুষের জন্য "।.

গত ২রা সেপ্টেম্বর ২০২২ ইং রোজ শুক্রবার রাতে এক ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। অএ কমিটির উপদেষ্টা পরিষদে যারা আছেন তাঁদের মধ্যে অন্যতম যাঁরা, তাঁরা হলেন ; জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম এম.কম , দক্ষিণ কোরিয়া প্রবাসী এবং মোঃ দেলোয়ার হোসেন, দক্ষিণ আফ্রিকা প্রবাসী। .

নিন্মে সংগঠনের নব নির্বাচিত পরিচালনা কমিটির সার্বিক চিত্র তুলে ধরা হলো ;.

১। সভাপতি ; মোঃ মতিয়ার রহমান সিকদার, দক্ষিণ আফ্রিকা প্রবাসী। .

২।সাধারণ সম্পাদক ; মোঃ রফিকুল ইসলাম রফিক, দক্ষিণ কোরিয়া প্রবাসী। .

এছাড়াও অন্যান্য পদবীর ব্যক্তিবর্গের নাম সমূহ ; ৩। সহ সভাপতি পদে যারা; সৈয়দ আব্দুস সালাম,পর্তুগাল প্রবাসী এবং মোঃ খলিলুর রহমান সিংগাপুর প্রবাসী। .

৪।যুগ্ম সাধারণ সম্পাদক পদে যারা ; মোঃ আলী আজম,দক্ষিণ কোরিয়া প্রবাসী এবং বাদল মিয়া, দক্ষিণ কোরিয়া প্রবাসী। .

৫।কোষাধ্যক্ষ ; মোঃ কামাল পারভেজ ফকির, সৌদি আরব প্রবাসী। .

সাংগঠনিক সম্পাদক ; মোঃ শহিদুল ইসলাম এমেল,সৌদি আরব প্রবাসী। .

৬।সহ সাংগঠনিক সম্পাদক পদে যারা ; মোঃ সেলিম মিয়া, সৌদি আরব প্রবাসী ও মোঃ খোরছু শিকদার, সৌদি আরব প্রবাসী এবং মোঃ আশরাফুল ইসলাম, কুয়েত প্রবাসী। .

৭।প্রচার সম্পাদক ; মোঃ আয়নাল সিকদার, সৌদি আরব প্রবাসী। .

৮।সহ প্রচার সম্পাদক যারা; মোঃ লুৎফর রহমান, সৌদি আরব প্রবাসী এবং মোঃ সানোয়ার হোসেন, সৌদি আরব প্রবাসী। .

৯।আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ; মোঃআবুল কালাম,সৌদি আরব প্রবাসী। .

১০।সহ প্রচার সম্পাদক ; মোঃ আঃ বাতেন মিয়া, সৌদি আরব প্রবাসী। .

১১।ধর্ম বিষয়ক সম্পাদক ; মোঃ মোস্তফা কামাল, সৌদি আরব প্রবাসী। .

১২।সহ ধর্ম বিষয়ক সম্পাদক ; মোঃ হেলাল উদ্দিন, সৌদি আরব প্রবাসী। .

১৩।আইন বিষয়ক সম্পাদক ; মোঃ স্বপন ফকির,মালয়েশিয়া প্রবাসী। .

১৪।সহ আইন বিষয়ক সম্পাদক ; মোহাম্মদ শহিদুল ইসলাম, সৌদি আরব প্রবাসীসহ আরো অনেকেই।.

* দামিয়া পাড়া প্রবাসী কল্যাণ যুব সংঘ গঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যে সমূহ ;.

এ ব্যপারে সংগঠনের নব নির্বাচিত সেক্রেটারি জনাব মোঃ রফিকুল ইসলাম রফিক যা বলেন তার উল্লেখযোগ্য কয়েকটি তুলে ধরা হলো ;.

১।দামিয়া পাড়া গ্রামকে দেশ, বিদেশে বিশ্বের দরবারে একটি আদর্শ গ্রাম হিসেবে পরিচিত করা। .

২।গ্রামের কেউ বিদেশে গেলে বিনা সুদে তাকে ৫০হাজার থেকে ১লাখ টাকা প্রদান করা। .

৩।টাকার অভাবে প্রাপ্ত বয়স্ক মেয়েদের বিয়ে হচ্ছেনা এমন পরিবারকে সাহায্য ও সহযোগিতা করা।.

৪।যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেননা তাদেরকে সাহায্য ও সহযোগিতা করা।.

৫।প্রতি বছর ধর্মীয় ওয়াজ মাহফিলের আয়োজন করা। .

৬।সংগঠনের কারো মৃত্যু হলে তাকে নগদ ৫০ হাজার টাকা প্রদান করা। .

৭।নিজ এলাকার মসজিদ, মাদ্রাসায় উন্নয়নে অর্থ বরাদ্দ দেওয়া। .

৮।গরীব ও মেধাবী ছাত্র ছাত্রীদের বিশেষ বৃত্তি প্রদান। .

৯।যৌতুক ও বাল্য বিবাহ বন্ধ করণে সকলকে সচেতন করা।.

১০।দেশের বিভিন্ন ধর্মীয় ও রাষ্ট্রীয় দিবসগুলোর তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠান পালন ও সেমিনার করা।.

১১।মাদকের কুফল নিয়ে ক্যাম্পিং করা ও সচেতন করা।.

১২।যুবকদের ক্রীড়ামোদী ও সাংস্কৃতিকমনা করনে মনোনিবেশ করাসহ আরো নানাবিধ সামাজিক উন্নয়নমূরক কর্মকান্ড। .

* নব নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব মোঃ রফিকুল ইসলাম রফিক আরো বলেন, আর্ত মনবতার সেবার কাজে এ সংগঠনের সকলেই বদ্ধপরিকর। কেননা, "মানুষ মানুষের জন্য ' এ স্লোগান কে সামনে রেখেই আমাদের পথচলা। .

তিনি আরো বলেন, যাঁরা  আমাকে দামিয়া পাড়া প্রবাসী কল্যাণ যুব সংঘের সাধারণ সম্পাদক পদের দায়িত্বে নির্বাচিত করেছেন তাঁদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আমি যেন আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি সেজন্য দেশের, প্রবাসের সকলের দোয়া এবং সাহায্য ও সহযোগিতা প্রার্থী। .

পরিশেষে জনাব রফিকুল ইসলাম রফিক প্রবাসীদের সকলকে একত্রিত থাকার বিশেষ অনুরোধ করেন। আর যারা এখনো এ সংগঠনে ভর্তি হননাই তাঁদেরকে শীঘ্রই ভর্তি হওয়ার বিশেষভাবে আহবান করেন।. .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ